🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
বিদ্যুৎ-গাছে তার আছে
বিজলি গেলো কই
তবুও সুখে ফুটছে মুখে
উন্নয়নের খই।

উজির মশাই কসাই সেজে
বাড়ায় শুধু দাম
আম জনতায় হচ্ছে নাকাল
ঝরিয়ে মাথার ঘাম।

মাসের শেষে মুচকি হেসে
সময় ধরে মিল
বিজলি থাকুক ঘুমের ঘোরে
আসবে শুধু বিল।

কেমন করে দেশটা জুড়ে
থাকবে বিজলিময়
যাদুর কাঠি ধরিয়ে হাতে
দুর করবে ভয়।

চট বিজলি উৎপাদন তাই
উন্নয়নের কায়দা
গোল টেবিলে মিলে ঝিলে
বিদ্যাজীবির ফায়দা।

নানান কল্পের সেই প্রকল্প
গল্পেই মানানসই
তবুও সুখে ওদের মুখে
উন্নয়নের খই!!

🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
রোম🔷 ০৫-০২-২৩