🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
দে উঠিয়ে বিধি-নিষেধ সকল বদ্ধ নীতি
মনের মাঝে আছে যত আইন কানুনের ভীতি
আম জনতায় রুদ্ধশ্বাস
গলার মাঝে ঝুলছে ফাঁস
অহম ছেড়ে কর রে চালু মানবতার রীতি।

@উদাসকবি