ভূত অদ্ভুত উদ্ভট রাতে
ভূতের আছর সবখাতে
সবখানেই জ্বিনের আসর।
আমলা জ্বিনে কামলা খাটে
দালাল হয়ে হালাল চাটে
হারামখানার সুখ বাসর।।
নেতার জ্বিনে জেতার টানে
ভোটের আসর রাতে মানে
রাজনীতিতে ভূতের জয়।
শিক্ষার ভূত ভিক্ষার খাতে
কলম ভাঙ্গে জ্বিনের হাতে
লেখাপড়া শূন্যের মাঝে হয়।।
কুকুর চুষে পুকুর জল
ঘাটের মরা সাগর তল
মহাসাগর লুটায় নদীতে
টাকার ভূতে চাকার মান
ব্যঙের মুখে জলের গান
বানর লাফায় ব্যঘ্র গদিতে।
ইঁদুর ছুটে সিঁদুর পড়ে
বিড়াল দেখে শরম করে
চিড়িয়াখানার ভরছে খাঁচা।
শিয়াল মামা বিচার ঘরে
ইচ্ছে রাজার হুকুম ঝরে
বাঘ-সিংহের এই মরা-বাঁচা।।