🔹🔹🔹🔹🔹🔹🔹
বিষম বিরহী অনন্ত প্রহরে
ভ্রান্ত জীবনের ধাপ
সতত সচল হিসেবি কানুনে
আবেগি মনের চাঁপ।

তবুও ভ্রমণ অনিমেষ যাত্রা
সময়ের পাল্লায় সঠিক মাত্রা
কষ্টের প্লাবনে ভীষণ উদ্বেলে
বাড়ে কেবল পাপ।।

©উদাসকবি