▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
অন্য রকম করতে গিয়ে শূন্য হয়ে যাই
শূন্য দিয়ে আবার আমি ভিন্ন গল্প বানাই
হাতের পাঁচে ছন্দ পতন
হয় না গল্প মনের মতন
জীবন হাটে ভিন্ন লোকের পণ্য হতে চাই।
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
২৮ ফেব্রুয়ারি ২০২২ ♦️রোম।