ভুল করেও ভুলতে যাওয়া
তবুও ভুলে হয় না চাওয়া
কেনো মিছে এই ভাবনা।
প্রেম-বিরহের সূত্র ধরে
কাছে আসা যে পরস্পরে
তুমি ছাড়া নেই কামনা!
আমি'র ভিতর তোমার প্রাণ
লাল গোলাপী সুখের ঘ্রাণ
পাই যে শুধু তোমার চুলে
ছন্দ মনের দ্বন্দ্ব ভুলে
মনের গভীর এই বাসনা।
উদাসকবি