🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

করবো করবো ভাবছি, করার সময় নাই
ভাব ফুরোলে ভাবসঙ্গী কেমন করে পাই।
মেঘ-রৌদ্রের আকাশ মেলা
প্রভাত হতেই ফুরোয় বেলা
দেখবো বলে ভরপূর্ণিমা রাতের গুণ গাই।

উদাসকবি