ভাবনদী (উদাসীগীত)
--------------------------------------------
তোমার চোখে সাঁতার কেটে পার হতে চাই ভাবনদী!
ঢেউয়ের তালে ছন্দ তুলে মন ভেসে যায় নিরবধি!!
তোমার আঘাত আমার প্রাণে জ্বলে মনে সুখের আলো
যদি থাকো পাশেই আমার ভয় পাই না রাতের কালো
গভীর যতো চোখের জল
পাই যে খুজে হৃদয় তল
মনের পাড়েই মিলবে দেখা হাত বাড়িয়ে থাকো যদি!!
লাল গোলাপের পাপড়ি নয়, তোমার হাতের চড়ও ভালো
তোমার মুখের গালিও আমার হুদ-স্পন্দন বাঁচার আলো
দুরে থাকো যতোই দুরে
বাঁধি তোমায় নিজের সুরে
তোমার মেঘে ভাসবো আমি, যাক হারিয়ে সুখের গদি!!
(অক্ষরবৃত্ত)
আহমাদ সাজিদ (উদাসকবি)