▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
কিছু একটা করা দরকার
এই ভেবে কাটে দিন
মন খেয়ালি ভাবের সঙ্গমে
অভাবেই বাড়ে ঋণ।
কিছু না কিছু বলা উচিত
এই করে থাকি চুপ
বলার যা ছিলো ভুলে গেছি
দেখে যাই সেই রূপ।
যা কিছু দেখি না-দেখার ভানে
অদেখা ভুবন ঘুরে
কাছে আসার বাহানা খুঁজতে
আরো সরে যাই দুরে।
কিছু তো শোনার নাই তবুও
শুনে যাই তার গান
সুর তাল গোলমালে যদিও
আত্মায় লেগেছে টান।
কিছু করা কিংবা বলতে গিয়ে
দেখা-শোনা এই খেলা
সময়ের আগে থমকে গেছি
তবুও কাটে যে বেলা।
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
১৯-০৭-২২ ♦️রোম