🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
খুজছো তুমি ফন্দি ফিকির সুযোগ সারাক্ষণ
শরীর তোমার তরুণ কিন্তু বৃদ্ধ তোমার মন!
অবহেলায় করছো নষ্ট
সময়ের চাপ পেয়ে কষ্ট
বেলা ফুরাতেই ছিন্ন হবে সকল মায়ার বাঁধন।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#Udashkobi