▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
প্রতিটি প্রকল্পের আড়ালে-
আমি দেখতে পাই
একেকটা বেগমপাড়া, টাকার কুমির।
দেখতে পাই-
রাষ্ট্রের মাথা থেকে পা, সব শাখা প্রশাখায়
ভাগ বাটোয়ারার মহা উৎসব সোৎসাহে

উন্নয়নের ওপাশে দেখতে পাই-
কোটি কোটি টাকার অবাধ লুটপাট আর
রাজকীয় গলায় সুষ্ঠু দুর্বৃত্তায়ন

প্রতিটি নামফলক উন্নয়নের মুখোশে-
আমি দেখতে পাই, রাজকোষ শূন্য করে-
জাতিকে পঙ্গু করার মিশন।

প্রতিটি নির্বাচন খেলার আড়ালে
আমি দেখতে পাই-
লাখো প্রাণের আহাজারি, বস্তিতে আগুন
বুড়িগঙ্গায় ভাসে বস্তাবন্দি লাশ।
সিংহাসনের ওপাশে হাসে
গুম, খুন, রক্তবিলাসী অমানুষের মুখ
গদিতে ভাসে জনতার রক্তনদী।