🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
মেঘের আচ্ছাদনে কেটে যায় বেলা
হয় না অবাক এই জমিন
এখন আপোষের নামে
গাছ কথা বলে আকাশের সাথে।

কবরগুলো গিলে খায় জ্যান্ত মানুষ
গলিত লাশের ঘাড়ে সভ্যতা
প্রাণহীন মানুষের স্বপ্নের ইতিহাসে
এক প্রজন্ম উন্নয়নের ফিরিস্তি।

রক্তের কণিকায় বারুদের খেলা
অন্ত্রের ব্যাকটেরিয়ায় জিহ্বায় ঘা
চেটে যায় অবিকল ইবলিশের বিষ্ঠা
পুঁজে ভরা তার জলরাশি
এক পৃথিবী নরকের ঢেউ
তার মাঝে বেঁচে আছি
প্রাকমৃত্যু উপভোগে।

▪️▪️▪️▪️▪️▪️
১২-০৩-২০২২💠রোম