বেঁচে থাকার জন্য কত কিছুই না করতে হয়!
অথচ কেন বাঁচতে হবে, সেটাই ভালো করে জানি না
কখনো বেঁচে থাকাটা খুবই তুচ্ছ মনে হয়!
এই তুচ্ছের জন্য যা কিছু করি সবই তুচ্ছ!
তুচ্ছ কিছু তুচ্ছের জন্য জীবনের তুচ্ছতায়
মুল্যবান সময়কে নষ্ট করি।
তারপর...
কেন বাঁচতে হবে? এই প্রশ্নই বারবার মনে আসে
কখনো মনে হয়, বেঁচে থাকার উদ্দেশ্য হলো
বেবেঁচে থাকার কারণ খুঁজে বেড়ানো।
কিংবা, 'এখনো বেঁচে আছি' সময়কে জানানোর জন্য।
হতে পারে,
জীবনের রহস্য খুঁজতে আমাদের বাঁচতে হয়।
আসলে আমরা বেঁচে আছি বেঁচে থাকার ইচ্ছাতে...
কিছু তুচ্ছ আবেগপ্রবণ মনে সুখভাব থেকে
কিছু প্রিয় মুখের মোহগ্রস্ততায়।
যখনই সেই মোহ কেটে যায়, কিংবা আবেগে আঘাত লাগে তখনই
জীবনকে তুচ্ছ মনে হয়
বেঁচে থাকার অনিচ্ছায়
বেঁচে থাকাটাকে তুচ্ছ মনে হয়।
১৯-০৬-২৩♦️ ১২:৫৫