প্রকৃতির আকর্ষণে যার তরী
ভিড়ে না মন বন্দরে
পাষাণ হৃদয় পাথর সমান
গলে না কোনো মন্তরে।

গগণে তারার মেলায়
জমিনে সুরের খেলায়
প্রকৃতির সৌন্দর্যে নয় মোহিত যে
প্রেম নেই সে অন্তরে!!