দেখি যখন সুন্দর মন ভালো হয়
ভালো মনে থাকে না কখনো কোনো ভয়!
যা কিছু সুন্দর সবারই লাগে ভালো
সুন্দর সময়ে দেখে মন রাঙা আলো!
সব সুন্দর হলে পৃথিবী ভালো রবে
নিজে ভালো হলে সবই সুন্দর হবে!
অন্তর সুন্দর হলে সব ভালো হয়
সবারই আপন সে মন করে জয়!
যা কিছু কুৎসিত সবই কদাকার
অসুন্দর মন পুড়ে হয় ছারখার
মন্দের স্বভাবে রূপে নাই কোনো আলো
বাইরে ও ভিতরে সবই তার কালো
অন্তর অসুন্দরে ঘুণে ধরা স্বভাবে
গড়মিল চরিত্র সুন্দরের অভাবে।