দেখলে পরে শুভ্র আকাশ
মন খুলে যায় স্বচ্ছতায়
আঁধার কালো মেঘের ছোঁয়া
সংকীর্ণ মন পরের কথায়।
দেখলে পরে সাগর-নদী
বুক ফুলে যায় বিশালতায়
ঢেউয়ের মাঝে জীবন যুদ্ধ
জোয়ার ভাটা স্রোতের ধারায়।
দেখলে পরে ঝরনার ডাক
চোখ জুড়ে যায় মুগ্ধতায়
পাহাড় বুকে জলের ধারা
সুখের পরে দুঃখ গড়ায়।
দেখলে পরে ফুল সুরভী
সুখ লাগে যে হৃদয়জুড়ে
সবুজ শ্যামল বাগ-বাগিচা
মন নাচে যে পাখির সুরে।