হাসিমুখে কষ্ট লুকাই মনের গভীর রেশ
জীবন এখন বাহানাতে অন্য রকম বেশ
হৃদ মঞ্জিলে গল্প ভাসে
আকাশ ছোঁয়া স্বপ্ন হাসে
এতো সুখের ভাবি তবুও শুরু হতেই শেষ।
নানান রঙের বাতি জ্বলে শূন্য মহাদেশে
উদ্ভাবনের সুখের নেশায় ক্লান্ত অবশেষে
বাইরে থেকে শুভ্র আকাশ
ভিতর ততো রুক্ষ বাতাস
তেলের মাঝে জলের খেলা পক্ক নীতির কেশ।
কঠিন আঁটে ফসকা গিঁট
নাজুক চিত্তে বাইরে ফিট
কাঁদাজলে ডুবে জেলে সাজায় বাঁচার লেশ।