ওগো রহমান, করুণাময়
ওগো মেহেরবান!
ক্ষমা করো পিতাকে আমার
রহম করো দান।
বাবা আমার বটবৃক্ষ একখন্ড
ছিলেন যেন আমার মেরুদণ্ড
গোরের ফিতনা থেকে আর
আযাব থেকে দাও পরিত্রান।
ওগো রহমান।
🟥রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা।
⏸️পুনশ্চ: আমার আব্বা আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ইন্তেকাল করেছেন। সবার কাছে দুআ প্রার্থী।