মাঘ মাইয়্যা বেইন্নাবেলা পরছে অনেগ উষ
যায় না দেহা দুরের জিনিষ জারর মাঝে দোষ
খাঁয়ে গো বাড়ির আতরআলি চিল্লায় "ওরে কেডা?
বিলের ঐফার আডির খেতো কী করে এক বেডা
"মইচ খেততে চুরি করস কুন শালা মদন?"
ঐফারতে আওয়াজ আইয়ে "বাবা আমি রতন"!
#পুনশ্চঃ কথায় আছে উপর দিকে থুতু দিলে নিজের উপরই থুতু পরে। কিংবা পরের জন্য গর্ত খুঁড়লে নিজেই সে গর্তে পড়। এটি একটি আঞ্চলিক ভাষায় লিখিত কবিতা। ঢাকার অদূরবর্তী কাপাসিয়ার পূর্বপুরুষদের প্রচলিত কথ্যভাষা, যা বর্তমানে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে।
শব্দার্থঃ মাইয়্যা-মাস, বেইন্নালা/বেইন্নাবেলা- সকালে। উষ- কুয়াশ, জার-শীত।