🔹🔹🔹🔹🔹🔹🔹
আকাশ ছুঁয়ে কালো মেঘ
বাড়ছে সাথে বায়ু বেগ
সঙ্গে নেই কোনো ছাতা।
ভয় জাগছে মনে ঢের
বাদল যদি নামে ফের
ভিজে যাবে শুক পাতা!

রাত্রি নিঝুম মন বাগে
বাঘের ঘোরে ভয় জাগে
অশ্রু দিয়ে বর্ষা নামে।
ভোরের আলো যদি পাই
কাটবে শঙ্কা পুরোটাই
সুখ খুঁজি বন্ধ খামে!!

সূর্য জাগার করে আশা
ভাব লক্ষ্যে মুখের ভাষা
কেটে যাবে নিদ্রা ঘোর।
আঁধার কেটে আলো এসে
আসবে প্রাণে ভালোবেসে
শুষ্ক হৃদে রাঙা ভোর!!
♦️উদাসকবি