বলতে পারো কেউ❓
কত কোটি টাকার মালিক হলে পরে
মৃত্যুটাকে যায় ঠেকানো‼️
কত টাকা পাচার করলে, পরবাসে আবাস গড়লে
মিলবে কারো অমৃত এক সুখ!
বলো দেখি
পরের সস্পদ লুটেপুটে, জবরদখল নির্যাতনে
বাড়ে কত আয়ু❓
পার্থিব এই চোখ রাঙানি, ক্ষমতার এই মিছে বড়াই
রোধ করে কি জরা?
আচ্ছা,
সম্পদের এক পাহাড় গড়লে, অর্থের অথৈ সাগর হলে
অমর হওয়া যায় কি❓
এই পৃথিবীর মূল্য দিয়ে যায় কি কেনা
হারিয়ে যাওয়া বছরগুলো❓
ঝরে পড়া স্মৃতির পাতা।
কিংবা টাকা দিয়ে যায় কি কেনা পরকালের জায়গীরদারি বা
এক টুকরো জান্নাত‼️
তবে কেন আরো চাই ❓
আরো চাই
যত বেশি পাই
হোক না তাই যেমন করে
ভুলে গিয়ে আপন পর
ন্যায় অন্যায়ের পথ ভুলে
অনৈতিক সব নীতি ধরে
চাই চাই আর শুধু চাই
এই পৃথিবীর পুরোটাই!
😭😭😭😭😭😭😭