মনে যখন ভীষণ চাপ
লাফিয়ে বাড়ে রাগের ধাপ
মাথায় চড়ে আগুন
ইতর শ্রেণি মুখের ভাষা
ইচ্ছে খুশির ঝলক আশা
মেজাজে নাই ফাগুন।
করতে কিছু পাই না তবু
ভাব ছাড়ি না বলতে কভু
রক্তচক্ষু জড়াজড়ি
গোলমালে সব জট লাগে
তখন আরো ভীষণ রাগে
মাথায় আঘাত করি
রাগের পরে রাগ উঠালে
শরীর ততো মন খেয়ালে
বুদ্ধি শক্তি হবে নাশ
তাই তো বলে মন বিজ্ঞানী
মানতে হবে বাঁচতে, জানি
রাগ যে হবে বিনাশ
"রাগ আসলে থাকবে চুপ
রাখবে গোপন অগ্নি রূপ
শান্ত হয়ে বসে পরে-
অন্যদিকে রাখবে তোমায়
মন যখন ঘোর কোমায়
থাকো ক্ষণ অবসরে।"