🔵🔵🔵🔵🔵🔵🔵
পর আপনের দ্বন্দ্ব ভুলে
লড়বো দিন ও রাতে
দেশ রক্ষার সংগ্রামে আজ
হাত রাখো ভাই হাতে।
আম জনতার অধিকারে
ওঠে আওয়াজ বারেবারে
জালিম গোষ্ঠী সব সময়ে
সুর তোলে অন্যখাতে।।
নতুন করে লড়াই হবে
বাঁচার মতো থাকবো সবে
রাজপথে নামবে যখন
জালিমশাহীর প্রতিঘাতে।
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
০৪-০৬-২২ ♦️রোম