এক রক্তক্ষয়ী সফল বিপ্লবের পর-
চারিদিকে দেখি ধ্বংসের নানা ফাঁদ।
স্বাধীন আকাশে- সোনালি নক্ষত্রের বদলে
বিষন্ন এক অমাবস্যার চাঁদ।

রক্তিম সূর্যের পথ আগলে ক্রুদ্ধ একখন্ড মেঘের ফালি
প্রতিদিন জমা হতে থাকে বিস্ময়ের ক্ষুব্ধ ক্ষোভের ঢালি।

এখন প্রতিদিন ঝরে বাদলের সুরে অসন্তোষের বৃষ্টি
দাবি-দাওয়ার আদলে বাড়ে পতিত স্বৈরাচারের অনাসৃষ্টি।
নানা পথে উৎ পেতে ফাঁদ ধরে বসে থাকে
পলাতকের কুশীলব, মতলবে কাছে ডাকে।
শ্যামল স্বদেশে বিভেদের ছলে কৌশলে উপহাস করে
নতুন মোড়কে ভিন্ন রূপে জাতির সামনে বায়না ধরে।

নতুন করে পড়তে হবে আমাদের মুক্তির মূলমন্ত্র
দেশ গড়তে একতাবদ্ধে,
রুখতে হবে- বাতিলের সব ষড়যন্ত্র।
জানতে হবে- মানতে হবে, মানবিকতার সব ধারা
পরমতসহিষ্ণু জীবন পথে
ফোটাতে হবে সবার মাঝে- আলোর ফোয়ারা।