▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
কখন কিভাবে আসবে কেউ জানে না
কোন পথে, কোন পন্থায়
কার বা কাদের ওয়াসিলায়
কিসের প্রেক্ষিতে, কী প্রেক্ষাপটে
ঘটবে সেই মহাঘটনা,  কেউ জানে না।
একটা অহমের পতন দেখবো বলে
শুধুই অপেক্ষায়, সবাই
আমরা যারা সাধারণ জনগণ।

হতে পারে নমরুদের মতো
একটা মশার আক্রমনেই হবে চিরপ্রস্থান।
নাকি ফেরাউনের মতো
সাগরের বুকে ঘটবে সলিলসমাধি অহঙ্কারের?

মাথার খুলিতে একটা বুলেটে
কিংবা বুকের বাম পাশে?
একটা ছিদ্র দিয়ে চলে যাবে
এই শ্লেষাত্মক, রুগ্ন, বিকৃতমস্তিষ্কের-
প্রতিশোধপরায়ণ জীবনের আত্মাটা!
হতে পারে আগুনের গর্তে সে নিক্ষিপ্ত
আজ যে বড় অগ্নিগর্ভ আমার দেশ।

নাকি শেষ জীবনটা কাটবে অন্ধকার প্রকোষ্ঠে?
মৃত্যুর স্বাদ কামনায়, অস্থিরতায়
অথবা ফাঁসির দড়িতে ঝুলে ঝুলে
আমাদের দিয়ে যাবে কাঙ্ক্ষিত স্বপ্নের ছোঁয়াটা?

তবে আমরা বসে আছি একটা দৃষ্টান্ত দেখার অপেক্ষায়
জালিমের পতনটা যেন হয় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা।

আমরা বসে আছি অনেক অস্থিরতায়
তবুও স্বপ্নের ডানা মেলে
কখন মুখ খোলে, আওয়াজ তুলে বলবো-
"আলহামদুলিল্লাহ"