তোমার সাথে মতের অমিল
কিংবা মনের বিভেদ
তাই, জড়িয়ে পড়া হৃদ-মঞ্জিলে
ভালো লাগার নিষেধ।

আদান-প্রদান মনের গ্রন্থ
হৃদয় ভুবন আড়ি
যায় না থাকা একসাথে আর
মান-অভিমান পাড়ি।

তোমার সাথে দ্বন্দ্ব লড়াই
হিংসায়, প্রতিশোধের
বড়াই গর্ব আমিত্ব আর
কোমায় মূল্যবোধের।

চিত্ত যখন মনের রাজা
হোক না সর্বনাশ
আমার মাঝেই ব্যস্ত আমি
প্রবৃত্তিরই দাস!!

#ইগো