#আত্মপীড়ন

থলে হাতে কালো বিড়াল দন্তহাসি ভীষণ
ইঁদুর ধরে মজা করে নৃত্যে বৃত্ত পিষণ
তামাশাতে শিকার নিয়ে
খোঁচায় তাকে বর্শা দিয়ে
ফুটো হলে থলের পেট, বাড়ে আত্মপীড়ন।

#চৌর্যগীত

ইচ্ছে স্বাধীন মজার দেশ রুগ্ন হৃদে প্রীতি
চীন জাপানের গল্প শুনি ভগ্ন রাজ্য নীতি
বিলেত থেকে দীক্ষা আনি
ভীন দেশের টেনে ঘানি
মার্কিনে যায় ধন সম্পত্তি সুখ চৌর্য গীতি।