এক শুভ্র সতেজ রৌদ্র ঝলকে
জীবনের ভোর এলো
বাগানে তখন পাখির কলতানে
ফুটেছে নানা সুরভিত ফুল
ভেবেছি একটি ফুল হাতে নেবো।
ভাবতে ভাবতেই সকাল পেরিয়ে দুপুর
মধ্যগগণে সূর্যের হাসি
পরিবেশ উত্তাপ, তপ্ত বাতাস
ভেবেছি রোদের তেজ কমুক
নতুন ফুলের নেবো ঘ্রাণ।
প্রকৃতির রঙ পাল্টায়, দিগন্তে নামে সূর্য
কোমল সুরভিত শ্যামল চারপাশে
নানা রঙ বাহারি ফুল, গন্ধে ব্যাকুল
আলো-ছায়া গগণ, নিচে মৃত্তিকা মন
ভাবছি একটি ফুল হাতে নেবো।
ভাবতে ভাবতেই সূর্য গেছে ডুবে
আলো-আঁধারির মায়ামুগ্ধ পরিবেশ
চারিদিকে বাহারি সৌরভ, স্নিগ্ধ বাতাস
জমাট বেঁধেছে আঁধার এই বাগানে
ফুলের সুবাস পাই, দেখতে পাই না।
নাকের ডগায় পুষ্পবিলাস গন্ধে-
জীবনের ছন্দ আর খুঁজে পাই না।
মধ্যরাতের আকাশে বাজে রণতূর্য
বজ্রনিনাদ, ক্ষুব্ধ পৃথিবী ভয়াল রূপে
বিজলীর চমকে দেখি বাগানের ফুল
গন্ধহীন, কিছুটা নিথর।
প্রকৃতির ক্রুদ্ধ, নিদারুণ কান্নায়-
ভুলে গেছি ফুলের প্রতি ছিলো যতো টান
জীবনের প্রতি যতো যত্ন।
ভুলে গেছি সব কাব্যবিলাস সুর
একটি ফুলের জন্য।
সময়ের কাছে হেরে গেছি-
সময়ের সাথে।
🖋️আহমাদ সাজিদ উদাসকবি
০৩-০৪-২০২৫ ▪️রোম