ট্রেন ছুটেছে ফজরের পরে
 ভেদ করে কুয়াশা
 নির্জনতা মুক্ত করে
 ঝন ঝন কোলাহলে
 গুটি কতেক মুসল্লির হাঁটাচলা ,
প্রশান্ত  প্রকৃতি পাখ - পাখালির যিকিরে 
মুখোরিত হতে শুরু করবে ভোরের প্রারম্ভে। 

ঘাসের শরীরে , বৃক্ষের পত্রকূলে ,
ডালে ডালে শীতার্থ কুয়াশার জল
সাথে প্রকৃতির সজীবতার ঢল !
ট্রেন ছুটেছে কুথায় তার গন্তব্য 
অদৃশ্য নয় তা দিগন্ত ছাপিয়ে

মনের আবেশে কুথায় সে মহীয়ান ,
সৃষ্টি কুলের স্রষ্টার সত্তা কোথায় তা খুঁজে ফিরে মানুষ ,
পরম প্রান্তরে আত্মতুষ্টির ইবাদতে
মত্ত হয়ে রাত্তিরের মনোসংযোগে
পেয়ে যায় তার স্টেশন ট্রেনের যাত্রার অবসান।