বছর সাতেক পর দেখা
তুমিতো এখনো ঠিক আগের মতোই আছো !
সেই কালো টিপ্ ,একপেঁচে শাড়ি
ওমা চশমাটাও তো দেখি আগের টি আছে'
নতুন সংসার , নতুন মানুষ"
আচ্ছা সেও কি আমারমতো তুমাকে ডাকে !
সেও কি আমার মতো জড়িয়ে ধরে
সে ও কি ছুটির দিনে বেড়াতে নিয়ে যায় ,
নাকি পরে পরে ঘুমায় ,আর নাক ডাকে।
তুমার মন খারাপ হলে কি আগের মতোই করো
তুমার কি এখনো নীল শাড়ি পছন্দ
তুমি কি এখনো লেকের পারে হাটতে যাও
বছর সাতেক পর দেখা -
হালকা মতন তুমার চোখের নিচে কালী
কেমন যেন মলিন রেখা কপোলে
খানিক চিন্তিত ,খানিক বিষন্ন
নাকি আমার দেখার ভুল
তুমার চুলে হালকা পাক ধরেছে যে
তুমিও কি নয়টা -পাঁচটা অফিস করো
তুমি নতুন মানুষ কে কি আমার মতোই
বুঝতে পার।
সে কি তুমায় অফিস ফেরত হলে চা বানিয়ে দে
ঘুমাতে যাওয়ার আগে চুল আঁচড়ে দে
খাবার সময় খাবার প্লেটে তুলে দে কি
বছর সাতেক পর দেখা -
আচ্ছা তুমি কি সুখী আছো
না না বলতে হবে না ,যেভাবেই থাকো সুখে থাকো
সুখে থাকো তুমি ,ভালো থাকো ,শান্তিতে থাকো।।