বৃষ্টি হচ্ছে খুব
বারান্দায় এসে দেখো
খুব বৃষ্টি... প্রচন্ড ধারে
নিবিড় ভাবে দেখবে এসো
বারান্দায়।
পাহাড়ের চূড়া গুলো
বেয়ে পানি পড়তে দেখতে চাও
ভোরের আলো ফুটুক
কৃষ্ঞচূড়ার জল বেয়ে পানি
পড়তে দেখতে চাও
আধার সরে যাক
ধুলাবালি মুক্ত মাঠ, রাস্তা,
কিংবা বাড়ির উঠোন
রাত পোহালেই দৃষ্টি গোচর হবে
অনন্তকালের আঁধার সরে
চমৎকার ভোরের আবির্ভাব
কিন্তু খুব একটা আলোর দেখা মিলছে না
টুপটাপ রিমিঝিমি ঝরছে অবিরত
চলো নৌকা নিয়ে বেরিয়ে পরি
পাহাড়ের দিকটা আগে যাবো
তুমি রেইনকোট নাওনি
নিবনা
ঘরের পড়া কাপড় পরে বেরিয়ে গেলাম
সবুজ,শ্যামলিমা,কূলো কূলো,থৈথৈ
নৌকা চলছে হেলে-দুলে
পাহাড় চলে এলো, ঝড়নার স্নিগ্ধতা
চোখে পড়লো বারংবার
বাঁশঝাড়,ঝাউবন,হাওড়ের জল
কোথাও কেউ নেই বনো হাঁসটি ছাড়া,
মনে হচ্ছে আজ সারাদিন ভিজি
তুমার দু হাত ধরে,তুমাতে মিশে
যাই একাকার হয়ে আজীবন।
মোঃ আসিফ ইকবাল