মাঘের তীব্রতা নয় , জুলুম অত্যাচার
মো: আসিফ ইকবাল
জানালা খুলে দেখি
পৌষের ঘন কুয়াশা কাটতে না কাটতেই জেঁকে বসেছে
মাঘের তীব্রতা। মাঘের তীব্রতা নয় , এ যেন জুলুম অসহায়দের ,
বেলা যতই বাড়ছে দেখা মিলছে না সূর্যের
এরই মাঝে ছুটে চলছে জীবনের পথচলা
ক্লান্তি নেই , অবকাশ নেই , অবিরত বহমান কর্মযজ্ঞ
সাথে মিলছিলো কারো কারো ঠোঁট বাঁকানো কথা।
শুকনো পাতা গুলি জড়িয়ে আছে একে অপরের গায়ে ,
শুকনো ঝরা পাতা ভাই - বোন ,একটির পতনে অন্যটির
কি বিরহ ব্যথা জানা নেই কারোর ,তবে সেও
তৎক্ষণাৎ পতিত হয়ে একত্রেই শুয়ে আছে ,
সে যেন একই দৃশ্য - রাস্তার ওপর যে থাকা
ভয়াবহ কষ্টের আবহে বিচিত্র মানুষের।
ভেবেছিলাম মাঘের তীব্রতা, কিন্তু না ,
-হায়েনার তির্যক দৃষ্টি ভঙ্গি , নেকড়ের কালো থাবা
আমাকে ছিন্ন -ভিন্ন করতে চাচ্ছে -
আমাদের দীনদশায় কারো সহযোগিতা ছিলোনা
ছিল - জুলুম অত্যাচার,
একবার খুবকরে বেড়াজাল ভেঙ্গে জুলুম- অত্যাচার
থেকে পরিত্রান পেতে ইচ্ছে হলো -পেলাম -নির্মমতা।
মেনেই নিলাম জীবনের পুরস্কার জুলুম- অত্যাচার
আর নির্মমতা।
তবে যাই হোক -যারাই আমাকে এগুলো উপহার দিয়েছে
তাদের প্রতি রইলো -আমার আন্তরিক হৃদয় নিংড়ানো
ভালোবাসা।
একদিন যাদের সাহায্য করেছিলাম কিংবা এখনো করছি
মেনে নিলাম তারা আজ কিংবা ভবিষ্যতেও আমাকে
উপহার স্বরূপ দিবে তির্যক রোদের মতন -
নির্মমতা।
তবে হা ,এতিম হবার আগে কৈশোরে আমাদের ছিল
একরাশ শান্তি ,মায়ামমতা ,শ্রেষ্ঠ হাসির উপাদান -
এই সুযোগে জেঁকে বসেছে মাঘের তীব্রতা
কারো করুনা, ভর্ৎসনা ,উপেক্ষা সাথে আরো
নির্মমতা-এসব যেন পিছুই ছাড়ছেনা।
ওরা আমাকে নিঃশ্বেস করতে পারছে না ঠিক , তবে -
নিগরিয়ে রস বের করতে ছারে না ,
আমার প্রাপ্য টুকু পাবো কিনা তাও আজ মৃয়মাণ, ক্ষীণ ,দুর্বল।