নিদ্রাচ্ছন্নতা আজ বিলুপ্ত প্রায়
বিবেকের ঝংকার ফাটিয়ে চমৎকার
গভীরনিশি ডাকছে উচ্চ স্বরে
হৃদপিন্ড কম্পমান বজ্রপাতের সন্ত্রাসে
পানির চেকপোস্টে ওজুটুকু সারিয়ে
ইহলোকিক কলরব নিঃশ্চুপ
নক্ষত্রের বারুদের মতো জলে উঠেছে
নির্জনতা –
সারা অজ্ঞের মাধুর্যতা -মনের আকুতি
কেইবা শুনবে মনের তরঙ্গ
এক বিধাতাই ভরশা !