মুসলিম মোরা
  ইসলাম মোদের
      হে নামাজী মুসলমান ,
নামাজ পড়িয়া
  সালাম ফিরিয়া ,
         ধরো হে মুনাজাত।
রহিম রহমান
  ডাকিতে ডাকিতে
       আকুল হইলো প্রাণ।
দাও গো সারা
  এক ইশারা
     না হলে মন হয় দিশেহারা।