মুজিব মানে হার না মানা
এক বজ্র কণ্ঠ;  
মুজিব মানে  দেশের আশা,
লাখো মানুষ যার ভক্ত ।  

মুজিব মানে  আকাশ ছুঁয়া
এক সাগর ঢেউ ;
মুজিব মানে বুক ভরা আশা
লাখো মানুষের দেশ।  

মুজিব মানে জিততে হবে
একটি জাতির চেতনা ;
মুজিব মানে আন্তে  হবে
বিজয়েরই কেতনা।