হঠাৎ কেন শুক্রবারে
গন্ধটা তীব্র  হলো ?

মাথায় পরশ হাতবোলানো
ডাক ------

আমি লাফ দিয়ে উঠেবসেছি
গন্ধটুকু ডেকে সরে যায়
আকাশের উঁচু সীমানায়


মা -চলে যায়
গন্ধ রয়ে যায় !