তোমার জন্য সকালটা আজ স্বপ্নে ভরে দিলাম
আজকের এই দিনটা তাই আপন করে নিলাম।
ছোট্ট ছেলে বড় হচ্ছে যাও এগিয়ে আরো ,
জীবন তোমার রঙিন হোক সুন্দর আরো ।
বাবা -মায়ের ইচ্ছে মতো জীবন তোমার গড়
সুস্থ সবল হও ,ন্যায় -নীতিবান হও ,
আগামীর আমন্ত্রণে।