সাগরের
খুব ক্লান্ত ঢেউ গুলো অস্থির হয়ে
কোথাও ছুটছে , বেগবান জলরাশির
নির্দিষ্ট কোনো সীমানায় ;
হঠাৎ তীব্র বাতাস বেগবান জল রাশিকে
গন্তব্যে পৌঁছে দিতে আরো একধাপ
অগ্রগামী।
নদীর
খুব সংকীর্ণ  পথ চলা অস্থির হয়ে
কোথাও ছুটছে , বেগবান জলরাশি
অন্য কোনো নদী কিংবা খালে ;
পাহাড়ী ঢল  এসে জল রাশিকে
টলমল করে দিতে আরো একধাপ
পরিচ্ছন্ন।