(১)
খুন করে বের করা হচ্ছে রক্ত ,
লাল রক্ত ----
ফিরিঙ্গি দিয়ে ,
বেয়ে পড়ছে --লাল রক্ত
মাথায় গুলি
পায়ে গুলি
হাতে গুলি
গুলি সারা শরীরে
কেও পরে আছে রাস্তায়
কেও পরে আছে ডাস্টবিনে
কেও পরে আছে ফ্লাই ওভারের নিচে
কেউ ফুটপাতে।
(২) ৪ঠা আগস্ট
এগিয়ে ছিল বীর ছেলেরা
বুকে অদম্য সাহস
আর মনে ছিল দম ,
দাবি ছিল ,আহামরি কিছু না ,
কিন্তু বাঁধ সাধলো রাজ্ অনুচর
শুরু হলো তান্ডব , রক্ত লাগবে রক্ত ,
হটাৎ গুপ্ত হামলা,প্রকাশ্যে হামলা
ছাত্র জনতা না পিছু হাঁটছে ,
না ভয় পাচ্ছে
এক জনের লাশের পর, অগনিত লাশ,
রাজ্ অনুচর: নীল রঙের ,কালো রঙের,
হরেক রঙের অনুচর ,
করছে একই কাজ
শেষ করা হবে নচেৎ চলবে না।
(৩) লাশ গুলো কৈ ?
এব্রো থেব্রো , নেই মাথার পিছনের খুলি ,
মগজ গুলে বেরিয়ে এসেছে,
কিছু লাশের ডুবন্ত অবস্থা
কিছু আছে উপুড় হয়ে
ভ্যান থেকে ফেলে
আবার ভ্যানে উঠিয়ে পুরানো হচ্ছে ,
জাহিলিয়াতের যুগের মতন
জীবন্ত গণ কবর ---
ঘরের ভিতর শিশু খেলছে
রক্ষা পাচ্ছে না তারাও
ভৌতিক ভাবে গুলি খাচ্ছে
শিশুদের চোখে মুখে
অনেক নারী -অনেক পুরুষ
হয়েছে অজান্তে নি:শেষ
(৫)
৫ ই আগস্ট
অপেক্ষা শুধু কালো মেঘের সরে যাওয়া ,
অপেক্ষা -পতনের
অপেক্ষার পালা শেষ
অসহায় মা- বোন , শিশু,, ছাত্র জনতা
রক্তের বিনিময়ে আসলো আবার স্বাধীনতা।