আমি খুবই সৌভাগ্যবান '
যখন চেয়েছি বৃষ্টি
মেঘ গুলো হাজির ছিল তপ্ত আলোর মাঝে
সূর্যের আলো সরে গেলো যখন চেয়েছি আঁধার !
আমি খুবই সৌভাগ্যবান '
লৌহ কপাট গুলো এক এক করে খুলে যাচ্ছে
সিংহদ্বার তো আগেই ,
শৃঙ্খলিত জীবন ,ভারাক্রান্ত মন ,সবই পেয়েছি
কখন যে তুমি হয়েছো আপন।
আমি খুবই সৌভাগ্যবান '
জাল মিশ্রিত ,কদাকার দুনিয়ার গণ্ডি পেরিয়ে ,
আমাকে নিয়ে চলেছে সাদা শুভ্র কাশফুলের জগতে।
বঞ্চনা ও শোষণ মুক্ত
যেখানে কেবল শুরু নেইকো শেষ
অবিরাম পথ চলার আনন্দ।