তুমি হাড়িয়ে গেলে
নীল বুনো হাঁসের ভিড়ে ,
নাকি পাহাড়ের ওপারে ,
তুমাকে খুঁজেছি সেখানে।
কিছু না পেয়ে কলার ভেলা করে
কখনো বা বন্ধ ঘরে বসে
রোদেলা দিনে দুপুরের ক্লান্তে
বিভীষিকাময় দিন গুলুতে
কিংবা স্নিগ্ধ মনোরম পরশে
তুমাকে খুঁজেছি সময় -সময়।
বৃদ্ধ হলে পর সাহায্য
মিষ্টি হাসি সুভাষিত চুল
নাকি তুমার বাস্তব উপস্থিতি
এটাই আমার শেষ চাওয়া ,
অনেক খুঁজেছি তুমায় !