বাবুইপাখী, চড়ুইপাখী,
বুলবুলি আার ময়না,
ফাগুন মাসে গাছে গাছে
ধরেছে যে বায়না।

শীতের পাতা ঝরে গেলো
নতুন কুড়ি গজালো,
ফাল্গুনের তা-ই সুবাতাস
চারদিকে ছড়ালো।।