আম্র কাননে সাজিয়ে এসেছে মুকুল
আমাদের বাগানে ফুল ধরেছে বকুল ;

আগুন লেগেছে রক্তিম কৃষ্ণ চূড়ায়
কিযেন হয়েছে এই সুন্দর ধরায়;

আজ সকালে পাখিরা ধরেছিলো গান
ঘুরছিলো স্নিগ্ধ বাতাসে কয়েকটি সাম্পান ;

গাছে গাছে ছেঁয়ে আছে পলাশ শিমুল
ফাগুনের হাওয়া জড়িয়ে আমরা বেকুল।