মৃদু
হালকা
শীতল কন কনে
কন কনে নয় ঠান্ডা
বাহিরে বইছে যেনো এক
ফাগুনের মৃদুহালকা হাওয়া
ফাগুনে প্রেমের শুরু হয়তো
নেইকো কোনো মনের বাঁধাধরা
প্রেমের নামে নতুন করে তুমি আমার
হাতটা ধরো শুধু , এ ফাগুনে কসম করে
বলছি -প্রিয় আমি হবো না এ জনমে আর কারো।