১
বাংলার মাটিতে রক্ত
অনেক রক্ত
মাটিতে রক্ত ,
মাটিতে রক্ত ,
রাস্তায় রক্ত , খালে ,বিলে ,পুকুরে ,
নদীর পারে ,ব্রিজে রক্ত ,রক্ত বাড়ির উঠানে।
কিসের~রক্ত ?
২
হায়েনাদের থাবা
পৈশাচিক গুলা গুলি
পাক হানাদার বাহিনীর মোটা অশ্র
রাতের আঁধারে
কিংবা দিনে ,
বাদ যায়নি দুপুরের মৃত্যু......
পশ্চিম থেকে আগত কতক জালিমের জুলুম
৩
শিশু -কিশোর ,যুবক - বৃদ্ধ ,
কিশোরী -বৃদ্ধা
আগুনের স্পুরলিংঘের ব্যাপ্তি ময়ী জ্বালা
কাকে বোঝাবে মৃত্যুর স্বাদ
কাকে অনুসরণ করবে
কাকে করবে অনুকরণ
অন্য দিকে বাড়ছে শুধুই ক্ষুধার জ্বালা
৪
একদিন এখানেও ছিল
স্বাধীনতার সুঘা'ন
স্কুল ছুটির পর
বাড়ির দেয়ালে বসে
বন্ধুদের আড্ডা
আমগাছে চড়ে বেড়ানো
মরিচের গুঁড়ো লবন মাখানো আম
৫
আজ যেহাতে বানাতো পিঠে
সে হাতে পড়েছে শিকল বেড়ি
আজ যেহাতে ছিল বই
সে হাতে ধরেছে বন্দুক
রয়েছে পেটের ক্ষুদা
রয়েছে মনের জ্বালা
স্বজন হারানো আর্তনাদ
৬
আবার হয়েছে
এদেশ স্বাধীন
আবার,
আবার এনেছি বিজয়
বাংলার মাটিতে রক্ত
ধুয়েছি
ভুলবো না তোমাদের এ বিজয়।