সবুজ শ্যামলিমার একরাশ ঝলকানী
নদীর কুলু কুলু ঢেউ একপ্রান্ত রূপালী
গোলাপ ,বেলী , জুঁই আর চম্পা -চামেলী
সকলি বিধাতার অপূর্ব সৃষ্টি ,

রোদের  আলো, চাঁদের আলো
আলো আছে তারার
কি ভাষায় কহিবো বর্ণনা বিধাতা আপনার।