আঁধারে ভরা
রাত্তির এ ক্লান্তিময় অবয়ব ,
কালো ছায়ায়
জীবনের প্রতিচ্ছবি
খুব কাছাকাছি থেকেও
হারিয়ে ফেলেছি
আমরা তবুও খুজিছি আলোর পথ !