আসলে আসুক্ ভেতর ঘরে প্রবল ঝড়।
থাকবো পাশে! রাখবো এ হাত পরস্পর।
ঝড় বা তুফান– সব ঘরেতেই ভয়ংকরী।
এসো, আমরা না ভাঙার এক শপথ গড়ি।
উঁচু-নীচু পার হয়ে যাবো সকল সোপান...
যার যা আসার আসবে। সে উঠুক তুফান!
জেনো, সকল তুফান'ই বিধ্বংসী। যায়ও চলে।
ভয় সে তুফানে– ওঠে যে ঝড় একলা হলে...