ভয়– সর্বদা, সর্বত্র।
হয় বুকের ডায়ে-বায়ে ভয়ের প্রলয়।
ভয়– 'হারিয়ে যাওয়া জিনিসটার
নতুন করে হারিয়ে ফেলার ভয়'।
ভয় সবটা হারিয়ে ফেলার ভয়...।
মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আতঙ্কে আঁতকে ওঠে
আমার প্রাণের মাঝে রাখা– 'একটি সে প্রাণ'।
সে আমার প্রেম,
সে আমার প্রেমিকা...।