হাড় কাঁপুনি শীতে ব্ল্যাঙ্ককেট মোড়া শরীর।
উঃ! বড্ড ঘাম। শরীর দুর্বল।
মাথা বের করে দেখি তাতে ভিজেছে বালিশ।
হার মেনে গেল যেথা সাগরের জল।
ভেতরের বর্ষা জলে বালিশ ভিজেছে।
এ শীত রাতে ঘোর বদনাম।
বালিশ তা দেখে দেখো বসে আছে ভেবে,
এ শুধু কেবল– কয়েক ফোঁটা ঘাম।
বালিশের কথা নাইবা নিলাম মনে। বেচারা তুলো–
সে তো আবার স্পিরিট ভেবেছে তা।
জানেনা সে– 'চিপসে যাওয়া মাথার নীচে, নিচ্ছে শুষে
আমার দেওয়া– দুরন্ত কিছু ঘা'।